যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার ১৭টি কেন্দ্র পরিবর্তন

আরো পড়ুন

এসসি পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা ও কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বোর্ড ১৭টি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করেছে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে ও কলেজগুলোর আবেদনের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা কমিটির সভায় এসব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবর্তিত কেন্দ্রসমূহের মধ্যে রয়েছে:

  • খুলনার শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের পূর্ববর্তী কেন্দ্র ছিল হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ; পরিবর্তিত কেন্দ্র: সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজ।
  • বাগেরহাটের মা-বাবার ঋণ ডিগ্রি কলেজের পূর্ববর্তী কেন্দ্র রওশন আরা মেমোরিয়াল মহিলা কলেজ; নতুন কেন্দ্র: সেলিমাবাদ কলেজ।
  • যশোরের শিমুলিয়া কলেজের কেন্দ্র গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে স্থানান্তরিত হয়েছে।
  • যশোর সরকারি কলেজের পরীক্ষা এখন হবে উপশহর মহিলা কলেজে।
  • ঝিনাইদহের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তিত হয়ে হয়েছে ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ।
  • বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার কেন্দ্র পরিবর্তন করে রায়েরমহল মহাবিদ্যালয় করা হয়েছে।
  • ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র পরিবর্তিত হয়েছে ডুমুরিয়া কলেজে।
  • আকিজ কলেজিয়েট স্কুলের কেন্দ্র পরিবর্তিত হয়ে হয়েছে নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজ।
  • নারিকেলবাড়ীয়া কলেজের পরীক্ষা এখন হবে বাঘারপাড়া ডিগ্রি কলেজে।
  • কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে হাজি আব্দুল মোতালেব মহিলা কলেজে।
  • আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা হবে ফুলতলা মহিলা কলেজে।
  • মানদিয়া আইডিয়াল কলেজের কেন্দ্র পরিবর্তিত হয়েছে সাহেলা বেগম মহিলা ডিগ্রি কলেজে।
  • মাহমুদা চৌধুরী কলেজের নতুন কেন্দ্র মিরপুর মহিলা কলেজ, এবং মিরপুর মহিলা কলেজের নতুন কেন্দ্র মাহমুদা চৌধুরী কলেজ।
  • ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিবর্তন হয়ে হয়েছে মোশাররফ হোসেন কলেজ।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের দ্রুত এ তথ্য জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার পূর্বেই কেন্দ্র সংক্রান্ত সব তথ্য হালনাগাদ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ