যশোরে জুলাই গণঅভ্যুত্থানের এক কর্মীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

আরো পড়ুন

যশোরে জুলাইগণঅভ্যুত্থান আন্দোলনের সক্রিয় কর্মী ও যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফারহানা হোসেন অরণ্যকে ফেসবুক ম্যাসেঞ্জারে কল দিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৯ মে) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন অরণ্য।

অভিযোগ সূত্রে জানা যায়, অরণ্য যশোর শহরের ওয়াপদা গ্যারেজ মোড়ের একটি ছাত্রীনিবাসে অবস্থান করে পড়াশোনা করছেন। তার ফেসবুক বন্ধু তালিকায় থাকা লিংকন হোসেন—যিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা—গত ৯ মে রাত সাড়ে ১২টার দিকে অরণ্যের একটি ফেসবুক পোস্টে অশালীন মন্তব্য করেন।

পরবর্তীতে ম্যাসেঞ্জারে কল দিয়ে তাকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি সে অডিও ক্লিপ পাঠিয়ে হুমকির প্রমাণও রেখেছে বলে দাবি করেন অরণ্য। অভিযোগে আরও বলা হয়, লিংকন তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান বলেন, “একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভার্চুয়াল জগতে নারীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের উচিত এ ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে কেউ ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না পায়।”

 

আরো পড়ুন

সর্বশেষ