জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের: “ইসলামে সন্ত্রাসের স্থান নেই, ক্ষমতায় এলে গড়বো কল্যাণমূলক রাষ্ট্র”

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের কোনও স্থান নেই। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। পাঁচদফা প্রস্তাবনা দিয়েছি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপোষ করবো না। ভারতের আধিপত্যবাদকে আমাদের জনগণ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে, আমরা সেটি ফিরিয়ে দেবো।”

শনিবার (১০ মে) বিকেল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জে শহিদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ডা. তাহের আরও বলেন, “আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট আর নিপীড়নের রাজনীতি করেছে। তারা তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এ কারণেই এখন পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয়েই ব্যর্থ হয়েছে। আমাদের একবার সুযোগ দিন—আমরা জাতির সঙ্গে প্রতারণা করবো না। দেশে আর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাট চলবে না।”

তিনি আরও আশ্বাস দেন, “কেউ হিন্দু সম্প্রদায়ের জমি দখল করতে পারবে না। কোরআনের নির্দেশনা অনুযায়ী, হিন্দুদের সকল অধিকার নিশ্চিত করা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা নায়েবে আমির নুরুল হুদা, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন ওমর ফারুক, মাহবুবুল আলম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম, এসএম জোবায়ের হোসেন, মেহেদী হাসান, জিএম আব্দুল গফফার, মো: আফতাবুজ্জামান, মাওলানা আব্দুর রহমান, আবু মুছা তারিকুজ্জামান তুষার, ওলিউল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ৯টায় একই স্থানে নারী কর্মীদের নিয়ে আলাদা একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী ও পুরুষের পৃথক সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ