যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুমন একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ শতক জমি বন্ধক নেয় চাষাবাদের জন্য। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও মশিয়াররা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে রাখে এবং নানা অজুহাত দিতে থাকে।
গত শুক্রবার রাতে সুমন টাকা ফেরত চেয়ে আবারও মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সুমন খড়িডাঙ্গা গ্রামের আনিছুরের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। তখন মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ আরও ৭-৮ জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সুমনের মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

