যশোরে দুই মোটরসাইকেল ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই,

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহতরা হলেন সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামের মশিয়ার রহমানের দুই ছেলে—জাহিদ হাসান (২৬) ও মেহেদী হাসান (৩৩)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে বেনাপোল থেকে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে যশোরে ফিরছিলেন জাহিদ ও মেহেদী। পথিমধ্যে কাশিপুর বাজার এলাকায় পৌঁছালে চাপাতলা গ্রামের পাঁচজন দুর্বৃত্ত—আবু জাফর (৩২), নয়ন (২৮), সাবিরুল (৪০), প্রান্ত (২০) ও আইয়ুব আলী মেম্বার (৫০)—তাদের গতিরোধ করে হামলা চালায়।

অভিযুক্তরা আইয়ুব আলীর নেতৃত্বে হাতুড়ি ও লোহার চেইন দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং মোটরসাইকেলের চেইন পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। পরে ভুক্তভোগীদের সঙ্গে থাকা মোটরসাইকেল কেনার নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ