যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহতরা হলেন সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামের মশিয়ার রহমানের দুই ছেলে—জাহিদ হাসান (২৬) ও মেহেদী হাসান (৩৩)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে বেনাপোল থেকে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে যশোরে ফিরছিলেন জাহিদ ও মেহেদী। পথিমধ্যে কাশিপুর বাজার এলাকায় পৌঁছালে চাপাতলা গ্রামের পাঁচজন দুর্বৃত্ত—আবু জাফর (৩২), নয়ন (২৮), সাবিরুল (৪০), প্রান্ত (২০) ও আইয়ুব আলী মেম্বার (৫০)—তাদের গতিরোধ করে হামলা চালায়।
অভিযুক্তরা আইয়ুব আলীর নেতৃত্বে হাতুড়ি ও লোহার চেইন দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং মোটরসাইকেলের চেইন পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। পরে ভুক্তভোগীদের সঙ্গে থাকা মোটরসাইকেল কেনার নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

