যশোরে বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিতর্কিত আইনজীবী নব কুমার কুন্ডুর জামিন করিয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও এক আইনজীবী হাদিউজ্জামান সোহাগকে সাময়িক বহিষ্কার করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
সোমবার (৫ মে) জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. গফুর।
সমিতি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি যশোরের এক বিচারককে চিঠির মাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নব কুমার কুন্ডু ও তার দুই সহযোগীকে আটক করে ডিবি পুলিশ। পরে জামিন চেষ্টায় ব্যর্থ হয়ে তার স্বজনরা হাদিউজ্জামান সোহাগের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি পাঁচ লাখ টাকা দাবি করে নব কুমারের স্বজনদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নেননি।
সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিনের মৃত্যুর পর বিষয়টি অনিশ্চয়তায় পড়ে। নব কুমার জামিনে মুক্তি পাওয়ার পর পুরো ঘটনা জানতে পারেন এবং টাকা ফেরত চাইলে সোহাগ তা অস্বীকার করেন। ফলে ১৫ জানুয়ারি নব কুমার লিখিত অভিযোগ দাখিল করলে সমিতি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে অসংগতিপূর্ণ জবাব দেওয়ায় ও টাকা ফেরত না দেওয়ায়, তাকে সাময়িক বহিষ্কার এবং আদালত চত্বরে তার আইনপেশা সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

