যশোরে ঝড়-বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

আরো পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে যশোরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া—যা গরমের পর মানুষের জন্য স্বস্তিদায়ক হয়ে ওঠে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিতে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

অন্য একটি পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ