যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে বাবা-ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন—গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার দক্ষিণ জলিলপাড় গ্রামের বিদ্যুৎ বিশ্বাস, তার ভাই শুভ বিশ্বাস, তাদের বাবা রবি বিশ্বাস এবং বনগ্রাম বাজারের মৃত সত্যরঞ্জন দাসের ছেলে মিন্টু দাস।

মামলার এজাহারে ছাত্রীর বাবা উল্লেখ করেছেন, তার মেয়ে যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ বিশ্বাসের সঙ্গে তার মেয়ের পরিচয় হয়। এক পর্যায়ে বিদ্যুৎ প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এরপর থেকেই বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা অপহরণসহ বিভিন্নভাবে ক্ষতির হুমকি দিতে থাকে।

বিষয়টি জানার পর বাদী বিদ্যুতের বাবা-মাকে বিষয়টি অবহিত করেন। তবে তারা কর্ণপাত না করে উল্টো ভয়ভীতি দেখাতে থাকেন। গত ৩ মে বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রীর যখন নীলগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে ছিল, তখন অভিযুক্তরা তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

মেয়েকে উদ্ধার করতে না পেরে ছাত্রীর বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

আরো পড়ুন

সর্বশেষ