বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
সোমবার (৫ মে) বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
প্রায় দুই বছর আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বিজয়ী হন। ফলাফল বাতিলের দাবিতে ফয়জুল করীম গত ১৭ এপ্রিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি খারিজের কারণ হিসেবে সময়সীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। আইন অনুযায়ী, নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়।
আদালতের রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা এ রায়ে সংক্ষুব্ধ। আইনি ও রাজনৈতিক লড়াই চলবে। শিগগিরই আমরা আপিল করব।”
প্রার্থীর আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, “আদালত বলেছে মামলাটি তামাদী হয়ে গেছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উচ্চ আদালতে আপিল করবো।”
উল্লেখ্য, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ফয়জুল করীম ইসলামী আন্দোলনের প্রার্থী হয়ে অংশ নেন এবং আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।

