বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৫ মে ২০২৫ ইং তারিখে সকাল ৯:৩০ থেকে ১১:৩০টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
যশোর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি ও সদর সেরেস্তাদার মো. মনায়েম কবির।
বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদেরকে সুপ্রীম কোর্টের অধীনস্থ পৃথক সচিবালয়ের আওতায় এনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে সম্মানজনক বেতন-ভাতা প্রদান করতে হবে। পাশাপাশি জুডিসিয়াল সার্ভিসের ৭ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত অন্তর্ভুক্ত করা, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃষ্টি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল ইসলামসহ জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীবৃন্দ।

