দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ ও কর ফাঁকির পৃথক দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তুহিন। তবে বিচারক কবির উদ্দিন প্রামাণিক (বিশেষ জজ আদালত-১০) কর ফাঁকির মামলায় এবং বিশেষ জজ আদালত-৭ অবৈধ সম্পদ মামলায় তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তুহিনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন।
দুদকের মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে গুলশান থানায় তুহিনের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে দুটি ধারায় যথাক্রমে তিন ও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।
অপরদিকে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় একই বছর তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তুহিন, যা আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

