যশোরে ধানের বাম্পার ফলন, খুশি চাষিরা

আরো পড়ুন

 

যশোরে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন ও আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষকরা। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২০০০ টাকায়।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ১ লাখ ৫৭ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনশীল জাতের মধ্যে রয়েছে ব্রি-১০৮, ব্রি-৫০, ব্রি-৬৩, ব্রি-১০০, বাঁশমতি ও রড মিনিকেট। এসব জাতের প্রতি বিঘায় ফলন হয়েছে ২৪-২৭ মণ।

সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, কেউবা ধান গোলায় তুলছেন। সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের কৃষক হারুণ-অর-রশিদ জানান, ২৪ কাটা জমিতে ধান চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন। ঝিকরগাছার প্রভাত কুমার বলেন, ১৫ কাটা জমিতে রড মিনিকেট ধান চাষ করে এবার প্রায় ১৫ হাজার টাকা লাভ হবে।

কলাগাছির আশানুর রহমান জানান, ৫ বিঘা জমিতে ধান চাষ করে প্রতি বিঘায় ২০ হাজার টাকার বেশি লাভ হয়েছে। অন্যদিকে, ধানচাষি আব্দুস সামাদ বলেন, “গত কয়েক বছর লোকসান হয়েছে, এবার যেন শ্বাস ফেলার জায়গা মিলেছে।”

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন বলেন, “মৌসুমজুড়ে পরিষ্কার আবহাওয়া ও পর্যাপ্ত সূর্যালোক থাকায় ফলন ভালো হয়েছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন জানান, “বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে কৃষকরা এবার লাভবান হয়েছেন। ফলে আগামীতে ধানচাষ আরও বাড়বে বলে আশা করছি।”

 

আরো পড়ুন

সর্বশেষ