যশোর সদর উপজেলার হৈবতপুরে মোবাইল চুরির অভিযোগে দুই যুবক আটক, পরিবার দাবি করল চাঁদাবাজির অভিযোগ

আরো পড়ুন

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকরা হলেন, রসুলপুর গ্রামের দিনমজুর আমিন হোসেনের ছেলে ইকরাম হোসেন ও মিরা লাউখালী গ্রামের সিরাজ ইসলামের ছেলে সাগর হোসেন। বর্তমানে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

ইকরাম ও সাগরের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে হাপানিয়া গ্রামের রবিউলের মোবাইল ফোন ও সাত হাজার টাকা চুরির অভিযোগে স্থানীয় ছালাম, ইদ্রিস, নজরুল, শহিদুল মাস্টার, রাজু, জাকির কাজী, আজিজসহ ১০-১২ জন তাদের বাড়িতে গিয়ে দুই যুবককে মারধর করে ধরে নিয়ে যায়। পরে গ্রাম্য শালিশে তাদের কাছ থেকে ৯ হাজার টাকা আদায় করা হয়। শালিশের পর আবারও ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়, যা দিতে না পারায় ইকরাম ও সাগরকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার আঢ্য তাদেরকে লেবুতলা ইউনিয়নের এনায়েতপুরে সোনা চুরির একটি পুরনো মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করেন।

এ বিষয়ে ইকরাম ও সাগরের পরিবার অভিযোগ করে, ২০ হাজার টাকা না দেওয়ায় পুলিশ ও স্থানীয়দের যোগসাজশে তাদের ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এদিকে, ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার আঢ্য বলেন, স্থানীয়দের দাবির ভিত্তিতে তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তিনি স্থানীয়দের টাকা দাবির বিষয়ে কিছু জানেন না বলেও জানান।

অন্যদিকে, চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে স্থানীয় সালাম জানান, ৯ হাজার টাকা নেওয়া হলেও ২০ হাজার টাকা দাবি করা হয়নি। রবিউল, যার মোবাইল হারিয়েছিল, তিনি জানান, টাকা আদায়ের পর তার আর কোনো অভিযোগ নেই এবং তিনি কোনো মামলাও করেননি।

 

আরো পড়ুন

সর্বশেষ