যশোরে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিনা বেগম আটক

আরো পড়ুন

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের মানবসম্পদ সম্পাদক শিরিনা বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শিরিনা বেগম চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার গ্রামীণ ব্যাংকের পাশে জনৈক ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম বাবুর স্ত্রী। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, এ অভিযোগের ভিত্তিতে শিরিনা বেগমকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থাকা নাশকতার একটি পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ