যশোরে বৈদ্যুতিক পিলারে আগুন, রক্ষা পেল দুই শতাধিক দোকান

আরো পড়ুন

যশোর শহরের এমকে রোডে একটি বৈদ্যুতিক পিলারে ঝুলে থাকা ইন্টারনেট ও ডিস লাইনের তারে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার সময় বিদ্যুৎ বিভাগ দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়। ফলে এমকে রোডের সন্ধানী মার্কেট ও আলমবাগ মার্কেটের প্রায় দুই শতাধিক দোকান সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, ঘটনাস্থলে অবস্থিত বৈদ্যুতিক পিলারটিতে অসংখ্য বিদ্যুৎ, ইন্টারনেট, ডিস ফাইবার ও টেলিফোনের তার বাঁধা ছিল।

রুচিরা ইলেকট্রনিক্সের মালিক উত্তম দত্ত এবং তার বন্ধু কাজী জয়নাল আবেদীন জানান, রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে তারগুলোর সংযোগে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তারগুলি পুড়ে মাটিতে পড়ে যায়।

এ সময় দুটি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত দোকান ফেলে বাইরে বেরিয়ে আসেন। ব্যস্ততম এমকে রোড ও হাটখোলা রোডে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, একেকটি বৈদ্যুতিক পিলারে অতিরিক্ত ইন্টারনেট ও ডিস লাইনের তার ঝুলে থাকায় তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ