নিজস্ব প্রতিবেদক
রোববার রাতে হঠাৎ করেই যশোর শহরের মণিহার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মুহূর্তের মধ্যেই মিছিলটির ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের ঝটিকা মিছিলগুলোর তুলনায় রোববারের মিছিলটি ছিল তুলনামূলকভাবে বড়। মিছিলটি আর এন রোড, নড়াইল স্ট্যান্ডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ছিলেন।
বিশেষ উল্লেখ্য, মিছিলটি আতঙ্ক বা দৌড়ঝাঁপ ছাড়াই, স্বাভাবিক গতিতে হেঁটে পুরো এলাকা প্রদক্ষিণ করে।
জাগো/মেহেদী

