ছয় দফা দাবির প্রেক্ষিতে আগামীকাল রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‘রাইজ ইন রেড’ শীর্ষক মানববন্ধন শেষে এ ঘোষণা দেন আন্দোলনের প্রতিনিধিরা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের ছয় দফা দাবিকে ঘিরে আমরা আন্দোলন করছি। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার ন্যায়বিচার চাই। প্রশাসনকে বলছি, দ্রুত দাবি মানুন—আমরা রাজপথ ছেড়ে দেব। আলোচনার জন্য আমরা প্রস্তুত।”
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনের আরেক নেতা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “এই সরকার আমাদের সরকার, বিপ্লবীদের সরকার। কারিগরি শিক্ষায় যে বৈষম্য রয়েছে, তা দূর করতেই আমরা আন্দোলনে নেমেছি।”
এর আগে শুক্রবার শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন। এছাড়া বৃহস্পতিবার রাতে তারা মশাল মিছিল করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিলেও সন্তুষ্ট হননি। এরপরই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বুধবার থেকে শুরু হওয়া এই আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ অভিযোগ এনে এর প্রতিবাদেই আজকের ‘রাইজ ইন রেড’ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় উত্তেজনা বিরাজ করছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে।

