অবিলম্বে ইসলামী শিক্ষা চালুর দাবি জামায়াত নেতার, সংস্কার ছাড়া নির্বাচনে অনড় অবস্থান

আরো পড়ুন

যশোর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার নৈতিক শিক্ষাকে সংকুচিত করে সবচেয়ে নিকৃষ্ট সিলেবাস চালু করেছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে ইসলামী শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানান।

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় যশোর ঈদগাহ ময়দানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশে নির্বাচন সংস্কার ছাড়া হবে না। তবে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণও কাম্য নয়। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”

শিক্ষকদের উদ্দেশ্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আপনারা প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। আগামী নির্বাচনে কোনো প্রকার চাপ বা প্রলোভনে অনৈতিক কাজে যুক্ত হবেন না। সঠিক দায়িত্ব পালন করে আল্লাহর কাছে জবাবদিহির প্রস্তুতি নিন।”

এ সময় তিনি শিক্ষকদের ন্যায়সংগত দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফজলুল করীম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শাহজাহান মাদানী, যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, যশোর জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মফিজুল ইসলাম (হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ), অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম (সম্মিলনী ডিগ্রি কলেজ), মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি নুর ই আলী নুর মামুন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ এবং কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবু আহমেদ প্রমুখ।

সম্মেলনে যশোর এমএম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, যশোরে কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণাসহ ১৪ দফা দাবি উত্থাপন করা হয়।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ