নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পাল পাড়া রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৮টি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আমিশাপাড়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মুদি দোকান, চা দোকান, কাঠের সমিলসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, “৮টি দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ—এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

