রাঙামাটি ভ্রমণে গিয়ে নিখোঁজ যবিপ্রবির শিক্ষার্থী: উদ্বিগ্ন পরিবার, তৎপর প্রশাসন

আরো পড়ুন

  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেদিন বাসা থেকে রাঙামাটির উদ্দেশ্যে ভ্রমণে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজের পেছনে কী রয়েছে?

নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তার বন্ধুবান্ধবদের অনেকে জানিয়েছেন, জাহিদ সাধারণত একা কোথাও ঘুরতে পছন্দ করতেন না। তবে এই ভ্রমণে তিনি একাই রওনা হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভ্রমণের সময় তার মোবাইল ফোন সক্রিয় থাকলেও ১০ এপ্রিল দুপুরের পর সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার বলছে কী?

জাহিদের বড় ভাই জানান, “ও খুব শান্ত এবং দায়িত্বশীল ছেলে। ভ্রমণে গেলে সব সময় জানিয়ে যেতো। এবার কেন জানালো না, আমরা বুঝতে পারছি না। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা খুব চিন্তিত।”

পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্য দিয়ে জাহিদকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রশাসনের অবস্থান

নিখোঁজের বিষয়ে রাঙামাটি ও যশোরের সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি সড়কপথ, হোটেল ও পরিবহন সংস্থার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

রাঙামাটির একটি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সবদিক খতিয়ে দেখছি। নিখোঁজ হওয়া তরুণটির কোনো বন্ধু বা পরিচিত সেখানে আছে কি না, সেটাও যাচাই করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া

যবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। বিভাগের একজন শিক্ষক জানান, “আমরা বিষয়টি জানার পরই বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি। শিক্ষার্থীর নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।”

জনসাধারণের প্রতি অনুরোধ

জাহিদ হাসানের সন্ধান পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ