যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আরো পড়ুন

দুই বছর আগে রাজধানীর কদমতলী থানার খালপার এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে হত্যার দায়ে মো. মিজান সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিজানকে আদালতে হাজির করা হয় এবং সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মীম আক্তার রুপার সঙ্গে মিজান সরদারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। যৌতুকের জন্য স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন মিজান। এরই মধ্যে তিনি তার শ্বশুরের কাছ থেকে ২০ লাখ টাকার জমি ও ৭ লাখ টাকার দোকান যৌতুক হিসেবে নেন।

২০২৩ সালের ৬ মে রাতে মিজান পুনরায় যৌতুক দাবি করলে রুপা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিজান প্রথমে তাকে মারধর করেন এবং রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় কেয়ারটেকারের সহায়তায় রুপাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাকে।

৯ মে রুপার বাবা জাহাঙ্গীর আলম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এরপর ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় রুপা মারা যান।

আরো পড়ুন

সর্বশেষ