যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় মদ বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন ইসলাম আলী (৬০) নামে এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কাজীপুর বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মাইকপট্টির ওই মসজিদের পাশেই বসবাস করেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার পর। স্থানীয়রা জানান, ইসলাম আলীকে একটি মদের বোতল হাতে লালদীঘির পাড়ে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। তাকে অনুসরণ করে দেখা যায়, এক ব্যক্তি তার কাছ থেকে মদ কেনার চেষ্টা করছে। তখন স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। ইসলাম আলী পালানোর চেষ্টা করলে তিনি লালদীঘির পাড়ে বোতলটি ফেলে দেন, তবে ধরা পড়ে যান।
খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইসলাম আলীকে নিয়ে তার ঘরে তল্লাশি চালায়। সেখান থেকে আরও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক শাহীন পারভেজ জানান, উদ্ধার হওয়া মদের উৎস সম্পর্কে ইসলাম আলী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।