কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

আরো পড়ুন

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢল নেমেছে জনতার। রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলেও, এর আগেই সারাদেশ থেকে মুসলিম জনতা দলে দলে উদ্যানে উপস্থিত হন।

কর্মসূচিতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রভৃতি স্লোগান সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা প্রতীকী সংহতি প্রকাশ করেন।

বিশ্বজুড়ে যখন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি হয়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এক গণজাগরণ। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো গাজার নিরস্ত্র মানুষের পাশে দাঁড়ানো, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান গ্রহণ করা।

আয়োজকরা জানান, এ কর্মসূচিতে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের তারকা, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা একাত্মতা প্রকাশ করেছেন। সবার কণ্ঠে ছিল একটাই দাবি—গাজায় গণহত্যা বন্ধ হোক, নিরস্ত্র মানুষের পাশে দাঁড়াক বিশ্ববাসী।

আরো পড়ুন

সর্বশেষ