১০ এপ্রিল ২০২৫ ইং, বিকাল ৪টা ৩০ মি জ দিকে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) বিপ্লব সরকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন আরও কয়েকজন অফিসার ও ফোর্সের সদস্য।
অভিযান চলাকালে কোতোয়ালি মডেল থানা এলাকার কারবালা এলাকা থেকে মোঃ অলিয়ার রহমান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অলিয়ার রহমানের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
আসামির পরিচয়:
নাম: মোঃ অলিয়ার রহমান (৩৭)
পিতা: আমজাদ আলী মন্ডল
সাং: দয়াপুর
থানা: কালিগঞ্জ
জেলা: ঝিনাইদহ

