যশোরের সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আরো পড়ুন

সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের পুত্র, দশ বছর বয়সী তাহসিন হোসেন এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে শহরের পুরাতন কসবার নতুন খয়ের তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

সূত্র মতে, শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে তাহসিন ধর্মতলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন; পেছনে তার পিতা বসেছিলেন। এড়ান্দা এলাকায় পৌঁছালে যশোর-ব-০২-০০০৫ নম্বর যাত্রীবাহী বাসটি তাদের মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে তিনি ও তার পিতা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদ্বয়কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন। আহত পিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভয়নগর থানা পুলিশ আহত পিতার বয়ান নেয়ার পর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ