নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজিম (৪৫) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায়। অভিযোগে একই বাড়ির বাসিন্দা জামাল উদ্দিন ওরফে খোকন (৬২)-কে বিবাদী করা হয়।
বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগে মো. আজিম জানান, বকশি মিঞার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের পূর্বপুরুষসহ অনেক আত্মীয় স্বজন চিরনিদ্রায় শায়িত রয়েছেন। ২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালের শুরুতে জামাল উদ্দিন চাঁদাবাজদের সহযোগিতায় ঐ জায়গায় জোরপূর্বক দালান নির্মাণ শুরু করেন। তখন রাজনৈতিক চাপ ও ভয়ভীতির কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “যেখানে আমি দালান নির্মাণ করেছি সেখানে কোনো কবরস্থান ছিল না। আমার বাবা, এমনকি দাদাও এখানে কোনো কবর দেখেননি। বকশি মিঞার কবর কোথায়, সেটিও কেউ নিশ্চিত নয়।”
এসআই মশিউর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শনের সময় দালানের জায়গায় কবরস্থানের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে অভিযোগকারী পক্ষ দাবি করেছে, প্রায় ১৫০ বছর আগে ঐ স্থানে বকশি মিঞার কবর ছিল এবং কুমিল্লা থেকে একজন নিয়মিত জিয়ারতে আসতেন।”
বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনগত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

