গাজায় ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সংহতি জানিয়ে যশোরের শিশু শিল্পীরা রাজপথে পারফর্মিং আর্টের মাধ্যমে তাদের যন্ত্রণা ও বেদনাকে তুলে ধরেছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় যশোর ঈদগাহ মোড়ে রাস্তার পাশে অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমধর্মী পরিবেশনা। ‘তারার মেলা’ নামে স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শিশু শিল্পীরা নিরব অভিনয়ের মাধ্যমে গাজায় চলমান সহিংসতায় শিশুদের দুর্দশার চিত্র ফুটিয়ে তোলে।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মর্মস্পর্শী এ পরিবেশনা উপভোগ করেন। আয়োজক সংগঠনের পরিচালক রোকনুজ্জামান জানান, প্রায় ৫০ জন শিশু এই উদ্যোগে অংশ নেয়। তিনি বলেন, “আমাদের শিশুরা যেভাবে নিপীড়নের বিরুদ্ধে নিজেদের ভাবনা তুলে ধরেছে, তা শুধু শিল্প নয়, এটি প্রতিবাদের ভাষাও।”
পারফর্মিং আর্ট শেষে সংগঠনের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গাজার মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা জানান বিভিন্ন স্লোগানে।
এই আয়োজন শুধু শিল্প প্রদর্শনী নয়, বরং শিশুদের মানবিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।

