সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কনস্টেবল লাঠিপেটা না করে কেবলমাত্র লাঠি নাড়ানোর অভিনয় করে আন্দোলনকারীদের শান্তভাবে ছত্রভঙ্গ করছেন। তার এমন সহনশীল ও কৌশলী আচরণে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসান নেটিজেনরা।
ভিডিওতে যিনি ছিলেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মো. রিয়াদ হোসেন। এবার তার এই বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পাচ্ছেন তিনি।
রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ প্রজ্ঞাপন জারি করে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ। প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালে জনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অভিনব পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে রিয়াদ হোসেনকে এই পদক প্রদান করা হচ্ছে। আদেশটি প্রজ্ঞাপন প্রকাশের দিন থেকে কার্যকর ধরা হবে।
উল্লেখ্য, অতীতে পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেওয়া হতো। তবে রিয়াদ হোসেনের ক্ষেত্রে এবার ব্যতিক্রমধর্মীভাবে এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে। তার এই সম্মানজনক অর্জনকে সাধুবাদ জানিয়েছেন সহকর্মীসহ সাধারণ জনগণ।

