যশোর সেনানিবাসের এমপি চেকপোস্টের সীমানা প্রাচীরের পাশ থেকে রাহুল কুমার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মিলিটারি পুলিশ। আটক রাহুল ভারতের মুম্বাইয়ের খেলারীয়া এলাকার বাসিন্দা, তিনি বিকাশ কুমারের ছেলে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে রাহুল সেনানিবাসের সীমানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি নজরে আসলে মিলিটারি পুলিশ তাকে আটক করে। পরে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রহণ করেন।
পুলিশ জানায়, আটক রাহুল কুমারের কাছে কোনো বৈধ ভ্রমণ নথিপত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

