যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ঋষিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামের এক সবজি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন ও তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমান সকালে চুড়ামনকাটি বাজারে সবজি বিক্রি করে অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঋষিপাড়া এলাকায় একটি ছাগল হঠাৎ তাদের ভ্যানের সামনে চলে আসে। ছাগলটিকে রক্ষা করতে গিয়ে ভ্যানটি উল্টে যায় এবং সেটি জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি মোস্তাফিজুর রহমান বর্তমানে চিকিৎসাধীন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

