কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল ২০২৫) রাত ৩টা ১০ মিনিটের দিকে কেশবপুর থানার এসআই (নিঃ) মোঃ মকলেচুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ধর্মপুর এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা:
১। মোহাম্মদ নাজমুল হোসেন (২৮), পিতা- মোঃ মোজাম্মেল হোসেন, গ্রাম- চিংড়া, থানা- কেশবপুর, জেলা- যশোর।
২। মোঃ রফিকুল সিকদার ওরফে রাফি (২৮), পিতা- মোঃ আহাদ আলী শিকদার, গ্রাম- ঝুমঝুমপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

