সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ঈদের রাতে মদপান করে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া, মদপানে অসুস্থ হয়ে অন্তত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার এলাকায় বন্ধুরা একসঙ্গে মদপান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে অসুস্থদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। মৃতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) এবং মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।
আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদপানের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দ উদযাপনের জন্য ১৫-২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসুন কুমার বলেন, “আমাদের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
স্থানীয় প্রশাসন এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মদের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।

