বেনাপোলে অস্ত্র ও গাঁজাসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গোলাম রসুলকে অস্ত্র ও গাঁজাসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রঘুনাথপুর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রসুল ওই গ্রামের ইয়ান নবীর ছেলে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাদের কাছে তথ্য আসে যে রসুল নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পালানোর চেষ্টা করলেও রসুল ব্যর্থ হন। পরে তার বালিশের নিচ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং খাটের তোষকের নিচ থেকে একটি রামদা ও দুটি গাছি দা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর গোলাম রসুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ