যশোরে মানব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আরো পড়ুন

 যশোরের পশ্চিম বারান্দি নাথপাড়ায় সামাজিক ও সেবামূলক সংগঠন মানব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ের পাশে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে পোলাও চাল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এ কার্যক্রমটি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আজিজুল ইসলাম বাবলুর অর্থায়নে পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক তাওহীদ হাসান বাবু, অমল দেবনাথ, তরিকুল ইসলাম মনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মানব কল্যাণ সেবা সংঘ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সমাজের উন্নয়নমূলক কাজের পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসা এই সংগঠনটি ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরো পড়ুন

সর্বশেষ