অনলাইন জুয়া পরিচালনা করে অর্থ পাচার চক্রের ছয় সদস্য গ্রেফতার

আরো পড়ুন

যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাইবার পেট্রোলিংয়ের সময় জানা যায় যে, ঝিকরগাছা থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছে। চক্রটি 1XBet, Melbet, এবং Linebet-এর এজেন্ট হিসেবে কাজ করে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করছিল।

তদন্তে বেরিয়ে আসে, তারা নিজেদের পরিচয় গোপন রেখে অন্যদের নামে নিবন্ধিত বিকাশ সিম ব্যবহার করে বিগত এক বছর ধরে জুয়ার এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জুয়ার প্রচার করত।

অপরাধ চক্রটি জুয়া থেকে অর্জিত অর্থ বেনামী বিকাশ একাউন্টের মাধ্যমে সংগ্রহ করে, যা পরে ডলারে রূপান্তরিত করে Binance এবং Swap.Paykassma এর মাধ্যমে ভারত ও রাশিয়ায় পাচার করা হতো।

অভিযান ও গ্রেফতার

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআই (নিঃ) শিবু মণ্ডলের নেতৃত্বে ২৭ মার্চ ২০২৫ তারিখ রাত ৯টায় ঝিকরগাছা থানাধীন হাজের আলী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের মোবাইল ও ল্যাপটপে জুয়ার একাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা প্রতিদিন প্রায় ১০ লক্ষ টাকার লেনদেন করত। চক্রের নেতৃত্বে ছিল নাজমুল ওয়াহীদ ওরফে মিল্লাত এবং তার ভাই নাজমুল শাহাদাত

গ্রেফতারকৃত আসামিরা

১। নাজমুল ওয়াহীদ ওরফে মিল্লাত (৩৪)
২। নাজমুল শাহাদাত (৩০)
৩। মাহাবুবুর রহমান ওরফে মাসুম (৩২)
৪। আসাদুল ইসলাম (২২)
৫। মোহাম্মদ জাহিদ হাসান (২২)
৬। তারেক রহমান (২২)

জব্দকৃত আলামত

  • মোবাইল ফোন: ১০টি
  • স্যামসাং ট্যাব: ২টি
  • ল্যাপটপ: ৫টি
  • সিম কার্ড: ৩০টি
  • হার্ডডিস্ক: ৩টি
  • বিকাশ এজেন্ট ব্যালান্স: ২,৬৩,০০০ টাকা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিনজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ