শার্শা থানা পুলিশের অভিযানে অপহরণের আসামি গ্রেফতার, মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা উদ্ধার

আরো পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন চরনদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামের এক শিশু অপহরণের ঘটনায় শার্শা থানা পুলিশের অভিযানে মূল আসামিকে গ্রেফতারসহ মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ২৫ মার্চ ২০২৫ ইং তারিখে শিশুটি অপহৃত হওয়ার পর ২৬ মার্চ বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের একপর্যায়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ, শার্শা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করে জানান যে, অপহরণকারী শার্শা থানার অন্তর্গত গোড়পাড়া এলাকায় অবস্থান করছে এবং তাকে গ্রেফতারের জন্য সহযোগিতা চান।

এরই পরিপ্রেক্ষিতে শার্শা থানা পুলিশের একটি দল বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় থেকে নগদ এজেন্ট জহিরুলকে আটক করা হয়, যার অ্যাকাউন্টে মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা জমা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই টাকা দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের (২৭), যা তিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান সাপেক্ষে তুলতে পারবেন।

পরবর্তীতে ইকবালকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন নামের এক ব্যক্তি ব্যবসায়িক পাওনা বাবদ টাকা পাঠানোর কথা বলে তার কাছ থেকে বিকাশ/নগদ এজেন্ট নম্বর চান। ইকবাল সেই নম্বর মহিউদ্দিনকে দিলে তিনি ৪,০১,১২৬ টাকা পাঠান।

এমতাবস্থায় ইকবাল ও জহিরুলকে হেফাজতে নিয়ে আসামিকে গ্রেফতারে সহায়তা চাওয়া হলে তারা রাজি হন। পরে ইকবালের দেওয়া তথ্য ও বিভিন্ন কৌশল অবলম্বন করে শার্শা থানা পুলিশ ২৭ মার্চ ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭:১০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অপহরণকারী মহিউদ্দিনকে আটক করে।

অভিযানে মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত টাকা বোয়ালখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. শাহাজাহানের কাছে হস্তান্তর করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ