লালমনিরহাটের পাটগ্রামে ৬৬ বছরের এক বৃদ্ধের সঙ্গে ২২ বছরের এক কলেজছাত্রীর বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, কনে আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী, আর বর শরিফুল ইসলাম পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টতলি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে আইরিনের পড়াশোনার খরচ বহন করে আসছেন। এমনকি তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করেন, যার লভ্যাংশ দিয়ে আইরিনের পড়াশোনার ব্যয় নির্বাহ করা হয়।
আইরিন জানান, ‘অনেক আগে থেকেই তার সঙ্গে পরিচয়। তিনি সবসময় আমার পাশে ছিলেন, আমার পড়াশোনায় সহায়তা করেছেন। আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি।’
এদিকে, শরিফুল ইসলাম জানান, ‘আইরিন ছোটবেলা থেকেই মেধাবী। সে আমাকে নানা বলে ডাকত। হঠাৎ একদিন জানায়, সে আমাকে বিয়ে করবে। আমি অবাক হয়ে কিছুদিন চিন্তা করার পর তার সিদ্ধান্তে রাজি হই।’
স্থানীয় কমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, ‘৬৬ বছরের বৃদ্ধ তার নাতনির মতো একজনকে বিয়ে করেছেন, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।’
বিয়ের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে ভালোবাসার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ অসম বয়সের এই বিয়েকে কৌতূহল ও সমালোচনার চোখে দেখছেন।

