নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসাইন আল আরমান ও তার পিতাকে কুপিয়ে আহত করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর এই হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ (২৭ মার্চ ২০২৫) দুপুর ৩টার পর। অভিযোগ অনুযায়ী, আরমানদের পুকুর থেকে স্থানীয় কিছু ব্যক্তি পানির মেশিন দিয়ে পানি তুলতে গেলে তাদের পরিবার বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আরমানের মাথায় সাতটি সেলাই লেগেছে এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার বাবার অবস্থা আরও গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

