নোয়াখালীতে ৩৬ কলেজ-মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

আরো পড়ুন

নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৩৬টি কলেজ ও মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাট বাজার ও বসুরহাট বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

কবিরহাটে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের সামনে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশ, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রনি, যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

অন্যদিকে, কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ও সাধারণ সম্পাদক অরুপ মজুমদার।

ছাত্রদলের নেতারা জানান, এই প্রথম একসঙ্গে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে নোয়াখালী-৫ আসনের কিছু কলেজে কমিটি গঠন নিয়ে কিছু বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৩ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এই কমিটি অনুমোদন দেন এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ