বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতেমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গার্ড অব অনার প্রদান

আরো পড়ুন

যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে শার্শা উপজেলা প্রশাসন এবং বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে নূর মোহাম্মদের পরিবারের সদস্যরাও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা এবং স্থানীয় দুই নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ