যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পলাতক শত্রুরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং বিষধর সাপের মতো ধীরে ধীরে তাদের জিহ্বা বের করার অপচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত থাকতে হবে; নতুবা দীর্ঘ ১৬ বছরের রক্তদান ও আত্মত্যাগ বৃথা হয়ে যাবে।
মঙ্গলবার (২৫ মার্চ) জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে আয়োজিত এ মাহফিলে রাজনীতিবিদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতও মাহফিলে বক্তব্য রাখেন।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের পর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনে আমরা সাময়িক মুক্তি পেয়েছি, তবে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি মিলবে না। তিনি অভিযোগ করেন যে, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
ইফতার মাহফিলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গুরুতর অসুস্থ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এইচ এম আহসান হাবীব, কৃষি বিভাগের কর্মকর্তা ড. মোশারফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকউজ্জামানসহ আরও অনেকে।

