যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী মানিকিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (৯৬ কেজি গাঁজা) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫:৫০ মিনিটে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ মিনাজুলের বাড়িতে গাঁজা মজুদ করেছে এবং তা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সন্ধ্যা ৬:৫০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা বাড়িটি ঘেরাও করে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মোঃ সবুজ হোসেন মুন্না (২৯), পিতা- মোঃ মিনাজুল, গ্রাম- মানিকিয়া, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ ও আশপাশের এলাকা তল্লাশি করে তার বাড়ির পেছনের উত্তর-পূর্ব পাশের পাকা রান্নাঘরের ভেতরে টিনের ড্রামে বিশেষ কৌশলে লুকানো ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০,০০০/- (উনিশ লক্ষ বিশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মোঃ সবুজ হোসেন মুন্না দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

