২৫ মার্চ, গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের জন্য অন্ধকার (ব্ল্যাক আউট) পালিত হবে। এই কর্মসূচি রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত চলবে, তবে জরুরি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাত, যেদিন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস গণহত্যা চালায়। সেই রাতে ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেই আতঙ্ক এখনও জাতির স্মৃতিতে তাজা। “অপারেশন সার্চলাইট” নামক পরিকল্পিত হামলার মাধ্যমে পাকিস্তানি বাহিনী বাঙালির স্বাধীনতা সংগ্রামকে দমন করার চেষ্টা করেছিল।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই কালরাতের সব শহীদকে।’ তিনি আরও বলেন, ‘একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়।’
এ দিনটি স্মরণে বাংলাদেশ সরকারসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

