দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ দুই গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মৃত্যুর আগ মুহূর্তেও শাবাত সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন এবং সহকর্মীদের অনুপ্রাণিত করার চেষ্টা করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেইত লাহিয়ার পূর্ব অংশে শাবাতের গাড়ি ইসরায়েলি সেনাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মৃত্যুর পর সহকর্মীরা শাবাতের শেষ বার্তাটি তার এক্স-অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেন।
শাবাত তার শেষ বার্তায় লিখেছেন, “যদি আপনি এটি পড়েন, তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি। সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, গত ১৮ মাসের যুদ্ধে প্রতিটি মুহূর্ত তিনি তার জনগণের জন্য উৎসর্গ করেছেন। তিনি গাজার ভয়াবহতা নথিভুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং বিশ্বকে সেই সত্য দেখানোর চেষ্টা করেছেন, যা ইসরায়েল গোপন করতে চায়।
“আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে- যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনও আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। আল্লাহর কসম, একজন সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি। সত্য প্রকাশের জন্য আমি আমার সবকিছু ঝুঁকির মুখে ফেলেছি।”
তার বার্তার শেষাংশে শাবাত বিশ্ববাসীর কাছে অনুরোধ করেছেন, “গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না। বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না। লড়াই চালিয়ে যাও, আমাদের গল্প বলতে থাকো – যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।”
শাবাতের এই আত্মত্যাগ এবং সাহসিকতা বিশ্ববাসীর মনে গভীরভাবে দাগ কাটবে এবং ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে থাকবে। সূত্র: আল-জাজিরা

