যশোরের বড় বাজারের এইচএমএম রোডে অবস্থিত লিবার্টি গ্যালারির শোরুমে জুতা কিনতে গিয়ে এক দম্পতি মারধরের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, গৃহবধূকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার পর। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা লিবার্টি শোরুমে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সাগর জানান, তিনি তার স্ত্রী রতœাকে নিয়ে জুতা কিনতে গিয়েছিলেন। এক পর্যায়ে একটি জুতায় তার পা লাগলে শোরুমের এক কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপর ৪০-৫০ জন কর্মচারী এসে তার স্ত্রীকে লাথি মেরে দোতলা থেকে ফেলে দেন। সাগর ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তার স্ত্রীর পা ভেঙে যায় এবং সাগর নিজেও আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, দোকানের কর্মচারীরা দম্পতিকে মারধর করতে থাকলে আশপাশের লোকজন তাদের সাহায্যে এগিয়ে আসেন। তবে কর্মচারীরা কারও কথা না শুনে হামলা চালাতে থাকেন। পরে জনতা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং দোকানে হামলার চেষ্টা করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় লিবার্টি শোরুমের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের কেউ কেউ দম্পতির ওপর পাল্টা অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ব্যবসায়ী ও স্থানীয়দের মতে, কিছু সংঘবদ্ধ চক্র এই ঘটনার সুযোগ নিয়ে লিবার্টিতে হামলা ও লুটপাটের চেষ্টা করছিল। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির কারণে তারা সটকে পড়ে।

