এবার ঈদে চাহিদার শীর্ষে যেসব পোশাক

আরো পড়ুন

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিপণিবিতানগুলোতে জমজমাট কেনাকাটা চলছে। বিশেষ করে ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তবে সবাই সাধ্যের মধ্যে থেকে কেনাকাটা করছেন। গরমের কারণে সুতি শাড়ির চাহিদা বেশি, যেখানে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট ও হ্যান্ড পেইন্টের নকশা রয়েছে।

নারীদের পোশাকের চাহিদা

এবারও দেশি তাঁতে বোনা শাড়ি, জামদানি প্রিন্টের হাফ সিল্ক শাড়ি, সুতি শাড়ির চাহিদা রয়েছে। হালকা সবুজ, আকাশি, ঘিয়ে, ধূসর ও হালকা গোলাপি রঙের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। এক হাজার থেকে আড়াই হাজার টাকায় হাফ সিল্ক ও তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে। সিল্ক, মসলিন বা জর্জেটের শাড়িতে এমব্রয়ডারি ও জরির কাজ করা শাড়িগুলো দেড় হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ, বোরকা ও কুর্তির চাহিদাও রয়েছে।

পুরুষদের পোশাক

পুরুষদের পোশাকের মধ্যে পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। শহরের বড় শপিংমল ও ব্র্যান্ডের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ফেস-২ পাঞ্জাবি শোরুমের শিহাব আহমেদ জানান, এবার পাঞ্জাবির বিক্রি বেশ ভালো হচ্ছে, বিশেষ করে নারীরা তাদের পরিবারের পুরুষ সদস্যদের জন্য বেশি কিনছেন।

ব্র্যান্ডের পোশাক কেনার প্রবণতা

বসুন্ধরা শপিংমলের আড়ং, ইনফিনিটি, রিচম্যান, জেন্টল পার্ক, এমব্রেলা, নগর শাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ভিড় বেশি। ক্রেতারা বলছেন, ব্র্যান্ডের পোশাক মানসম্মত ও টেকসই হওয়ায় তারা এগুলো কিনতে আগ্রহী হচ্ছেন।

গয়নার বাজার

ঈদের অন্যতম আকর্ষণ গয়না। গাউছিয়া ও চাঁদনি চকের গয়নার বাজারে জার্মান সিলভার, ভারতীয় গয়না, রুপার ওপর মিনাকারি কাজ ও পাথর বসানো গয়নার চাহিদা বেশি। এছাড়া আয়না, কাপড় ও সুতার তৈরি গয়নাও জনপ্রিয় হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মানসম্মত পণ্য, ব্র্যান্ডের বিশ্বস্ততা, আধুনিক মার্কেটিং কৌশল ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে ব্র্যান্ডের পোশাকের চাহিদা বাড়ছে। ঈদের সময় ব্র্যান্ডের প্রতি মানুষের এই আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরো পড়ুন

সর্বশেষ