মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ পরিবারের ৭টি ঘর ভস্মীভূত

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নওদাগ্রামে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ৭টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের হাত থেকে গবাদি পশু ও আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রতিবেশীরা জানান, তারাবির নামাজের সময় হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মালপত্র ও গোয়ালের গরু উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন শরিফ মিয়া, ইবাদত মণ্ডল, মঙ্গল মণ্ডল, মিয়া খাতুন ও আশিক মণ্ডল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে মহেশপুর পৌরসভা চত্বরে ৪টি পরিবারের পুনর্বাসনের জন্য ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাবরক্ষক আতিয়ার রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনসহ সমাজের অন্যান্য বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন

সর্বশেষ