মাটিরাঙ্গায় গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত, গৃহবধূ আহত

আরো পড়ুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য অন্তিন ত্রিপুরা সুবি (৩৫) নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তিন ত্রিপুরা মায়াকুমার পাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় তার বোন তারাবতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হলে অন্তিন ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। তিনি এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপকে দায়ী করেছেন। তবে জেএসএসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাটি শুনেছেন এবং পুলিশ দুর্গম ওই এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়নি।

 

আরো পড়ুন

সর্বশেষ