সাভারের সিআরপি মহল্লায় মধ্যরাতে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাগর নোয়াখালীর রামগঞ্জ উপজেলার মাঝিরগা গ্রামের মৃত তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে একটি কারখানায় রংয়ের কাজ করতেন।
হত্যাকাণ্ডের বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বন্ধু শফিক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। একপর্যায়ে কথাকাটাকাটি হলে পূর্ব শত্রুতার জেরে ৬-৭ জন মিলে সাগরকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, নিহতের উরু ও বাম হাঁটুর ওপরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
তদন্ত ও পুলিশি অভিযান
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শফিকের সঙ্গে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে এবং দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

