যশোরের খড়কিপাড়া থেকে কোচিং করতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন রাকিব হাসান নামে এক কলেজ ছাত্র। তিনি চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী।
রাকিব গত ১০ মার্চ কোচিংয়ের উদ্দেশ্যে খড়কি পীরবাড়ী এলাকা থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ ৯ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় তার পরিবার যশোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৭৪৮।
নিখোঁজের বিবরণ:
নাম: রাকিব হাসান
পিতা: আজগার আলী
গ্রাম: টেংরালি, শার্শা
বসবাস: যশোর শহরের খড়কির বাসায়
বয়স: আনুমানিক ১৯-২০ বছর
গায়ের রং: উজ্জ্বল শ্যামলা
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
চেহারা: লম্বাটে মুখ, ছোট কালো চুল, হালকা দাড়ি ও গোঁফ
পোশাক: গেঞ্জি ও জিন্স প্যান্ট

